Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষনের বিস্তারিত

১। গ্রামভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

২। জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

৩। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ
৪। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি ও পেশাভিত্তিক) প্রশিক্ষণ সমূহঃ-
 

৪.১ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)

৪.২ মটর ড্রাইভিং

৪.৩ ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ

৪.৪ ফ্রীজ ও এয়ারকন্ডিশনার মেরামত

৪.৫ সেলাই ও ফ্যাশন ডিজাইন

৪.৬ মোবাইল ফোন সেট মেরামত

৪.৭ গার্মেন্টস প্রশিক্ষণ

৪.৮ সোয়েটার নিটিং

৪.৯ কনস্ট্রাকশন  পেইন্টিং

৪.১০ টাইলস সেটিং

৪.১১ ম্যাশনারি অ্যান্ড রড বাইন্ডিং

৪.১২ প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং

৪.১৩ অটোমেকানিক্স

৪.১৪ ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং

৪.১৫ ওয়েল্ডিং ৪জি

 

যোগ্যতাঃ

বয়স: ১৮-৩০ বছর

উচ্চতা: সাধারণ আনসার প্রশিক্ষণের ক্ষেত্রে

পুরুষ: ৫’-৬”, মহিলা ৫’-২”

অন্যান্য প্রশিক্ষণের ক্ষেত্রে

পুরুষ: ৫’-৪”, মহিলা ৫’-২

 

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম এএসসি (সাধারণ আনসার, বেসিক কম্পিউটার, টাইলস সেটিং, অটোমেকানিক্স, ফ্রিজ ওএয়ারকন্ডিশন মেরামত, মোবাইল ফোন সেট মেরামত)

৮ম শ্রেণী (অন্যান্য প্রশিক্ষণের ক্ষেত্রে)

 

অন্যান্য যোগ্যতা (প্রযোজ্য ক্ষেত্রে)

ভিডিপি মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে।

জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন।